জাতীয় তথ্য বাতায়ন , উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) রামুতে আপনাকে স্বাগতম
জাতীয় তথ্য বাতায়ন , উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) রামুতে আপনাকে স্বাগতম
বহুল প্রতীক্ষিত চেইন্দা রাজারকূল সড়কের 407 মি চেইনেজে নির্মানাধীন দৃষ্টিনন্দন আর্চ গার্ডার ব্রীজ জনসাধারনের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এলাজইডির প্রোগ্রাম ফর সার্পোটিং রুরার ব্রীজ ( SupRB/Cox/Replace/20-21/W-23 )প্রকল্পের আওতায় নির্বাহী প্রকৌশলী এলজিইডি কক্সবাজার মহোদয় এর সার্বিক দিকনির্দেশনায় , উপজেলা প্রকৌশলী এলজিইডি রামু মহোদয়ের তত্ত্বাবধানে এলজিইডি রামু কর্তৃক বাস্তবায়িত । দৃষ্টিনন্দন আর্চ গার্ডার ব্রীজটি রাজারকূল ও দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের হাজারো মানুষ দৈনন্দিন যাতায়ত , যানবাহন চলাচলের পথ সুগম করবে। তাছাড়া উক্ত ইউনিয়ন ছাড়াও আশে পাশে কয়েক গ্রামের কৃষি পন্য আমদানি রফতানি কাজে সুবিধা বহুগুণে বৃদ্দি পাবে । ব্রীজটির ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে নিযুক্ত ছিল ম্যাম কন্সট্রাকশন সামস ইন্জিনিয়ারিং জেভি ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস